মরিচের কেজিতে কমেছে ১৪০ টাকা
দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচামরিচের দাম। কেজিপ্রতি ভারতীয় কাঁচামরিচ ১৪০ টাকা কমে বর্তমানে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছে হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা। আজ বুধবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, ‘পূজার ছুটির মধ্যে কাঁচামরিচ কিনেছিলাম কেজিপ্রতি ৩৫০-৩৬০ টাকা দরে। বর্তমানে কেজিপ্রতি ১৩০ থেকে ১৪০ টাকা দাম কমেছে। যে কারণে আজ এক কেজি কাঁচামরিচ কিনলাম ২২০ টাকা। তবে দাম আরও কমাতে হবে। কেজিপ্রতি ৩০-৪০ টাকা হলে আমাদের মতো সাধারণ মানুষের সুবিধা হবে। কারণ বাজারে সব নিত্যপণ্যের দামই বেশি।’
হিলি বাজারে কাঁচামরিচ বিক্রেতা সাদাম হোসেন বলেন, ‘ভারতীয় কাঁচামরিচ ৩৫০ -৩৬০ টাকা দরে বিক্রি করা হয়েছিল। বর্তমানে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে। বর্তমানে ভারতীয় কাঁচামরিচ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আগের থেকে ক্রেতা অনেক কম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।’