সম্পত্তি লিখে না দেওয়ায় ছুরিকাঘাতে বাবাকে হত্যা

মতলব উত্তর ও মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ১৯:১১
শেয়ার :
সম্পত্তি লিখে না দেওয়ায় ছুরিকাঘাতে বাবাকে হত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মো. আব্দুস সোবহান (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলা গ্রামের প্রধান বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত রোমান হোসেন প্রধান (২৬)।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রোমানের স্ত্রী মীম আক্তারকে (২০) আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার ওসি রবিউল হক ও পুলিশের একটি টিম।

নিহত সোবহানের ছোট ছেলে জাহিদ হাসান বলেন, ‘আমার মেঝো ভাই প্রবাস ফেরত মো. রোমান ধারালো ছুরি দিয়ে বাবার পেটে, বুকে ও বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত করেন। এতে বাবার প্রচুর রক্তক্ষরণ হয়। পরবর্তীতে আমার বাবাকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সোবহানের স্ত্রী মৃত শিরিন বেগম গত ৩-৪ বছর আগে মৃত্যুবরণ করেন। স্ত্রী মারা যাওয়ার ২-১ বছর পর হতে আব্দুস সোবহান পুনরায় দ্বিতীয় বিয়ে করার জন্য ছেলেদেরকে বললে ছেলেরা দ্বিমত পোষণ করেন এবং উল্টো ছেলেরা মিলে বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে বাবা-ছেলেদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও ঝগড়াঝাটি হয়। মূলত এসব বিষয় নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির জানান, বুধবার দুপুরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সোবহানের মৃত্যু হয়েছে। মরদেহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের ছেলে মো. রোমান পলাতক রয়েছেন।