পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম কোথায়?

অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ১৮:৫০
শেয়ার :
পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম কোথায়?

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম দেশ ছেড়ে পালিয়েছেন, নাকি দেশেই আছেন—তা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।  

গতকাল সোমবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মনিরুল ইসলাম বলেন, পাসপোর্ট বাতিল হওয়ার কারণে দেশ ছাড়া সম্ভব হয়নি তার। তিনি দেশেই আছেন।

তবে মনিরুল ইসলামের দেশে থাকার এই দাবি মিথ্যা বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্য প্রবাসী আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। আজ বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেন তিনি।   

অনুসন্ধানী এই সাংবাদিক লেখেন, ‘পলাতক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের বাংলাদেশে অবস্থানের দাবি মিথ্যা। অন্তত ৬ই অক্টোবর ২০২৪ পর্যন্ত তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতেই ছিলেন। ৬ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে তোলা ছবির ফরেনসিক এনালাইসিস করে নয়াদিল্লিতেই তিনি ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। অবশ্য বর্তমানে তিনি কোথায় আছেন, তা আমাদের জানা নেই।’