স্বামীর লাথিতে প্রাণ গেল আমেনা বিবির

গলাচিপা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ১৮:১৬
শেয়ার :
স্বামীর লাথিতে প্রাণ গেল আমেনা বিবির

পটুয়াখালী গলাচিপায় জমি নিয়ে বিরোধে স্বামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বিবি (৫৮) মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার সকালে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান।

পুলিশ ও এলাকাবাসীর জানিয়েছে, আজ সকাল ৯টায় দিকে গলাচিপা উপজেলা রতনদি তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজারে নসু ঘরামীর প্রথম পক্ষের মেয়ে আসমার পৈত্রিকসূত্রে পাওয়া ৬ শতক জমিতে ঘর তুলতে যায় আসমাসহ তার দুই ভাই রিপন ও হাসান। এতে নসু ঘরামীর দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির ধলা ঘরামীর ছেলে শামীম ও শাহিন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নসু ঘরামীর লাথির আঘাতে স্ত্রী আমেনা বিবি গুরুতর আহত হন। পরিবারের লোকজন আহত আমেনা বিবিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।