মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ ২৪ রোহিঙ্গা আটক
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় তিন দালালসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক দালাল চক্রের সদস্যরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বী এলাকার নুনা বেগম (৩৮), মো. রিদুয়ান (১৯) ও সাবরাং ইউনিয়নের কচুবনিয়ার মো. আব্দুল্লাহ (২১)।
আটক নুনা বেগম বলেন, ‘সদর ইউনিয়নের দক্ষিণ লম্বী এলাকার বাসিন্দার সাইফুল ও ইসমাইল মালয়েশিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত। তারা রোহিঙ্গা ও বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুদের আমার বাড়িতে রেখে যেত। তার বিনিময়ে কিছু টাকা দিত।’
রোহিঙ্গা নাগরিক নজিম উল্লাহ বলেন, ৩ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে থাইল্যান্ড পৌঁছে দেওয়ার কথা বলে গত ১৩ অক্টোবর তাকে টেকনাফ নিয়ে আসেন দালাল ইসমাইল। আসার পর আজ পাঠাবো- কাল পাঠাবো বলে রেখে দেয়। আজ বুধবার ভোরে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস বলেন, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নুনা বেগমের বাড়িতে অবস্থান করছিলেন তারা। গোপন সংবাদে অভিযান চালিয়ে দালালসহ ২৪ রোহিঙ্গাকে আটক করা হয়।