বোমা হামলার ‘হুমকি’, ভারতে ১০ ফ্লাইট বাতিল
তিনটি ফ্লাইটকে বোমা হামলার ‘ভুয়া’ হুমকি দেওয়ার পর ভারতে ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এ ফ্লাইটগুলো গ্রাউন্ডেড (উড্ডয়ন করা হয়নি) করে রাখা হয়। এর আগে বোমা হামলার হুমকি পাওয়ার নয়া দিল্লি থেকে শিকাগোগামী একটি ফ্লাইট কানাডার উকালুইট বিমানবন্দরে অবতরণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, উড্ডয়ন না করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়ার দিল্লি-শিকাগো ফ্লাইট, ইন্ডিগোর দাম্মাম-লখনও ফ্লাইট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অযোধ্যা-ব্যাঙ্গালুর ফ্লাইট, স্পাইসজেটের দারভাঙ্গা-মুম্বাই ফ্লাইট, অক্ষ এয়ারের বাগডোগরা-ব্যাঙ্গালুরু ফ্লাইট, অ্যালায়েন্স এয়ারের অমৃতসর-দেরাদুন-দিল্লি ফ্লাইট ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মাদুরাই-সিঙ্গাপুর ফ্লাইট।
এর আগে গতকাল ইন্ডিগো এয়ারের দুটি ও এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট বোমা হামলার ভুয়া হুমকি পায়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হুমকি পাওয়ার পর এয়ার ইন্ডিয়া জানায়, দিল্লি থেকে শিকাগোগামী ফ্লাইট এআই১২৭ অনলাইনে নিরাপত্তা হুমকি পায়। এ কারণে ফ্লাইটটি কানাডার ইকালুইট বিমানবন্দরে অবতরণ করে। পরে পুরো উড়োজাহাজ ও সব যাত্রীদের পুনরায় তল্লাশি করা হয়। যাত্রীদের পুনরায় ভ্রমণ শুরু না হওয়ার আগ পর্যন্ত তাদের সহায়তা করার এজেন্সি মনোনীত করে এয়ার ইন্ডিয়া।
কাল ইন্ডিগোর ৬ই১২৭৫ ও ৬ই৫৬ নামের দুটি ফ্লাইটও হুমকি পায়। দুটি ফ্লাইটই মুম্বাই বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এর মধ্যে একটি যায় মাসকটের উদ্দেশে, আরেকটি যায় জেদ্দাহর উদ্দেশে। ইন্ডিগোর এক মুখপাত্র জানান, দুটি ফ্লাইটই মুম্বাই বিমানবন্দরের বিশেষ পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে নিরাপত্তা তল্লাশির পর দুটি ফ্লাইটই গন্তব্যের উদ্দেশে উড্ডয়ন করে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস