সংরক্ষিত বনে নারীর, চা বাগানে মিলল যুবকের মরদেহ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এক অজ্ঞাত নারী এবং এক টমটমচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লাউয়া ছড়া সংরক্ষিত বনের ভেতর ডুলু ছড়া এলাকার জানকিছড়া নামক স্থানের পাহাড়ের ওপর থেকে অজ্ঞাত মহিলার (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই অজ্ঞাত মহিলাকে ৪-৫ দিন আগে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এদিকে আজ মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট চা বাগানে ১১ নম্বর সেকশন থেকে এক টমটমচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত টমটমচালকের নাম আবুল খায়ের (৩০)। তিনি উপজেলার মুসলিমবাগ গাং পাড় এলাকার মৃত আনসার মিয়ার ছেলে।
নিহত টমটম চালকের ছোট ভাই আবুল বাসার জানান, সারারাত তার ভাইকে খুঁজে পাওয়া যায়নি। সকালে তারা খবর পেয়ে কালিঘাট চা বাগানে ১১ নম্বর সেকশনের ভেতর গিয়ে দেখতে পান তার ভাইকে গলা কেটে ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করা হয়েছে। তার সঙ্গে থাকা নতুন টমটম (অটোরিক্সা) ও এন্ড্রয়েড মোবাইল ফোনটি নিয়ে যান তারা। তারা ধারণা করছেন, টমটমটি চুরি করার উদ্দেশ্যেই কেউ তার ভাইকে হত্যা করেছে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুটি ঘটনাই পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।