আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক
ঢাকা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। পুরোনো ছবি
পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ঢাকা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। আজ মঙ্গলবার পটুয়াখালীর কুয়াকাটায় মহিপুর থানায় তিনি আত্মসমর্পণ করেছেন বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
আটক মিজান ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক এবং সাভার পৌরসভার তালবাগ গ্রামের বাসিন্দা। গত ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। সবশেষ তার বন্ধু সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিউটনও সঙ্গে ছিলেন। পরে তার বন্ধু কুয়াকাটা ছেড়ে চলে গেলে তিনি থানায় আত্মসমর্পণ করেন।
ওসি তরিকুল ইসলাম বলেন, ‘কুয়াকাটা সৈকতে ভ্রমণ করতে এসে নিজেকে নিরাপদ মনে না করে থানায় এসে আত্মসমর্পণ করেন মিজান নামের এক ব্যক্তি। পরে জানতে পারি তিনি সাভার থানার প্রায় সাতটি মামলার আসামি। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাভার থানার সঙ্গে যোগাযোগ করে তাকে সেখানে হস্তান্তর করা হবে।’