দুর্গাপূজায় মদপানে অসুস্থ যুবক মারা গেছেন
ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় দুর্গাপূজার দশমীতে মদপানে উজ্জল দাস (২৫) নামের এক যুবক অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত উজ্জল স্থানীয় বাজারের একটি স্বর্ণকারের দোকানে কাজ করতেন।
আজ মঙ্গলবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ভাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও ভাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র জগদীশচন্দ্র মালো পচা ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত উজ্জ্বল দাস ভাঙ্গা টাউনের মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের পরিবহন ব্যবসায়ী সমীর দাসের ছেলে।
এলাকাবাসী জানান, নিহত উজ্জ্বল মফস্বলের দেওড়া বাজারের একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। নিহতের বাবা পরিবহন বাসের ব্যবসা করেন। দুর্গাপূজার বিজয়দশমীর রাতে (রবিবার) উজ্জল অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। উজ্জল মারা গেছেন ফরিদপুর হাসপাতালে। মরদেহ ময়নাতদন্ত শেষ করে মর্গ থেকে এখনো ভাঙ্গায় আসেনি। তবে থানায় একটি ইউডি মামলা হবে।