এইচএসসিতে ফেল করে ছাত্রীর আত্মহত্যা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ১৯:৩০
শেয়ার :
এইচএসসিতে ফেল করে ছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি

দিনাজপুর চিরিরবন্দরে এইচএসসি পরীক্ষায় ফেল করে লামিয়া আকতার লিমা (১৮) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

আজ রবিবার দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল জানার পর তিনি আত্মহত্যা করেন।

নিহত লতা উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের হাজীপাড়ার লুৎফর রহমানের মেয়ে। এ বছর উপজেলার আসবাড়ী মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।

নিহতের পরিবার ও পুলিশ জানান, আজ সকালে পরীক্ষার ফলাফল জানতে কলেজে যান লতা। সেখানে তিনি ফেল করার খবর পান। কলেজ থেকে ফিরে তাদের নির্মানাধীন বাড়ির সিঁড়ির বারতি রডের সঙ্গে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তার ছোট ভাই দেখতে পেয়ে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার উপপরিদের্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষায় ফেল করায় লজ্জায় আত্মহত্যা করেছেন লতা। প্রাথমিক সুরাতাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।