বেগম খালেদা জিয়া কলেজের সবাই ফেল

নাটোর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ১৭:০৭
শেয়ার :
বেগম খালেদা জিয়া কলেজের সবাই ফেল

নাটোরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়সহ জেলার চারটি কলেজে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী।

রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ফল প্রকাশের পর এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রওশন আলী। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিব্রত অবস্থায় পড়েছেন।

তবে, এ বছর নাটোর জেলা থেকে মোট ১১ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ৮ হাজার ৯৯২ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। জেলায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ।

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ফল প্রকাশের পর এ তথ্য জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রওশন আলী।

বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় ২০০১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটির শুধু নামের কারণে অনেক বিরম্বনায় পড়তে হয়েছে। এখনো এমপিওভুক্ত হয়নি। প্রতি বছর পাসের সংখ্যা আশানুরূপ থাকতো। এ বছর পাঁচজনের মধ্যে চারজন পরীক্ষা দিয়েছেন। তারা কেউ নিয়মিত ক্লাস করত না। যাদের কেউই কৃতকার্য হতে পারেনি।

এছাড়া পাস না করা অন্য প্রতিষ্ঠানগুলো হলো, গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ। যেখানে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। নলডাঙ্গা উপজেলার সরকোতিয়া স্কুল অ্যান্ড কলেজ, যেখান থেকে ২ জন এবং বাগাতিপাড়া উপজেলার তমালতলা উইমেন্স কলেজ থেকে দুজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাস করেনি।

নাটোর জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান জানান, যে চারটি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠান প্রধানদের ডেকে ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রওশন আলী জানান, জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করতে পারেনি কেন। সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।