ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা যুবক আটক
লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টাকালে জামাল হোসেন (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করে বিজিবির কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। বিজিবি পরে তাকে পুলিশে হস্তান্তর করে।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. সেলিম আলদীন।
এর আগে গতকাল সোমবার রাতে দহগ্রাম সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ০৭/১৩-এস এলাকা থেকে স্থানীয়রা রোহিঙ্গা যুবককে আটক করে।
জামাল নামের ওই রোহিঙ্গ যুবক মিয়ানমারের আকিয়ার জেলার মন্ডু থানার শীলখালী গ্রামের শামসুল আলমের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালী এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই-৯ বসবাস করতেন।
বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দিলে বাংলাদেশে ফেরত আসেন জামাল। পরে স্থানীয় লোকজন বাংলাদেশের অভ্যন্তর থেকে জামালকে আটক করে দহগ্রাম বিওপিতে সোপর্দ করেন।
ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতে যাবার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছেন ওই যুবক। পরে আটক যুবককে পাটগ্রাম থানায় হস্তান্তর করে বিজিবি।