গায়িকা স্ত্রীর অভিযোগে অভিনেতা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ১১:০২
শেয়ার :
গায়িকা স্ত্রীর অভিযোগে অভিনেতা গ্রেপ্তার

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বালা। বালার বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রী গায়িকা অমরুথা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এ অভিনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার সকালে বালাকে কোচির কাদবাঁথরা পুলিশ গ্রেপ্তার করে।

ভারতের এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গতকাল ভোরে ইডাপল্লির ফ্ল্যাট থেকে পুলিশ বালাকে গ্রেপ্তার করে কাদবাঁথরা থানায় নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে স্থানীয় থানা পুলিশ।

এদিকে মামলার এজাহারের উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানহানি, নারীর অবমাননা, শিশুর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ দায়ের করেছেন বালার প্রাক্তন স্ত্রী গায়িকা অমরুথা সুরেশ।

অন্যদিকে বালার ড্রাইভার, যিনি মামলার প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনিও স্বীকার করেছেন, অভিনেতা বালা তার স্ত্রী অমরুথার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। নিজের মেয়ে অবন্তিকা ও অন্যান্য আত্মীয়দের সামনেও বালা তার প্রাক্তন স্ত্রীকে চূড়ান্ত অপমান করতেন।

বালার ড্রাইভার ফেসবুকে পোস্টে লেখেন, যেহেতু এখন তাদের সম্পর্ক শেষ, তাই আর কিছু লুকোতে চাই না। বালা তার স্ত্রীর সঙ্গে নৃশংস আচরণ করতেন। এবং আমি তার সাক্ষী ছিলাম। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যার জন্য তাকে চিকিৎসাও করানো হয়েছে। আমি এই সবের সাক্ষী ছিলাম।

উল্লেখ্য, ২০১০ সালে গায়িকা অমরুথা সুরেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বালা। এ সংসারে অবন্তিকা নামে একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৯ সালে আলাদা হয়ে যান তারা। এরপর মেয়ের সঙ্গে দেখা না করতে দেওয়ার অভিযোগ করেছিলেন বালা।

প্রসঙ্গত, ২০১০ সালে গায়িকা অমরুথার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা বালা। তাদের সংসারে অবন্তিকা নামে একটি কন্যা সন্তানও রয়েছে । তবে বিয়ের নয় বছরের মাথায় অর্থাৎ ২০১৯ সালেই এ তারকা দম্পতি তাদের দাম্পত্য জীবনের ইতি টানেন।