ডিএমপির ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ০৯:২২
শেয়ার :
ডিএমপির ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার সাতজন এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই বদলি করা হয়।

বদলি হওয়া ডিসিদের মধ্যে আ স ম শামসুর রহমান ভুঁইয়াকে গোয়েন্দা রমনা ও মতিঝিল বিভাগে, ড. হুমায়রা পারভীনকে ডিএমপি সদরদপ্তরে, সালমা সৈয়দ পলিকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক লালবাগ ও রমনায়, রেজাউল করিমকে পিএমও পশ্চিমে, তারেক জুবায়েরকে প্রসিকিউশন বিভাগে এবং আব্দুল আউয়ালকে গোয়েন্দা লালবাগ ও ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া এসি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে নজরুল ইসলামকে গোয়েন্দা গুলশানে, জুনায়েদ জাহেদীকে ট্রাফিক গুলশানে, আরিফুর রহমান রনিকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসে এবং আশফাক আহমেদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।