শাশুড়িকে আপত্তিকর প্রস্তাব দিলেন মার্কিন গায়ক
৪৭ বছর বয়সী মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্ট। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। অভিযোগ, কানইয়ে তার নিজের শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন।
টিএমজেডের খবরে প্রকাশ, ‘দ্য অনলি ফ্যানস’ মডেল বিয়াঙ্কা সেন্সরি অভিযোগ করেন, ২০২২ সালে তাদের বিয়ের আগে থেকেই নাকি তার মা আলেকজান্দ্রা সেন্সরি স্বামী কানইয়ে ওয়েস্টের পছন্দের তালিকায় ছিলেন।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি আদালতে ৮ অক্টোবর দায়ের করা একটি নতুন মামলায় আরও উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কানইয়ে ও বিয়াঙ্কার মধ্যে টেক্সট মেসেজে কিছু কথোপকথন হয়। সেখানে র্যাপার স্ত্রীকে লিখেছিলেন ‘আপনার মা চলে যাওয়ার আগে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কেবল বিয়াঙ্কাই নন, এদিকে কানইয়ে ওয়েস্টের বিরুদ্ধে তার সাবেক সহকারীও জোর করে মাদক সেবন করানোর ও যৌন নির্যাতনেরও অভিযোগ এনেছেন। র্যাপারের সাবেক সহকারী লরেন পিসিওটার অভিযোগ, স্টুডিওতে কাজ করার সময় তার পানীয়র মধ্যে অজ্ঞাত মাদক মিশিয়ে তাঁর ওপর যৌন নির্যাতন চালিয়েছেন গায়ক। পরবর্তী সময়ে তাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়।
জানা গেছে, ইতিমধ্যেই র্যাপার কানইয়ে ওয়েস্টের সঙ্গে তার মডেল স্ত্রী বিয়াঙ্কা সেন্সরির বিবাহবিচ্ছেদের মামলা চলছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট