মতামত জানতে চেয়ে সমালোচনার মুখে নির্মাতা

বিনোদন প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৪, ১৬:৫৩
শেয়ার :
মতামত জানতে চেয়ে সমালোচনার মুখে নির্মাতা

চিত্রনায়ক শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ইতিমধ্যেই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছে সিনেমাটি। পেয়েছে মুক্তির ছাড়পত্রও। আর নির্মাতা অনন্য মামুনও জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর এটি প্রেক্ষাগৃহে আসছে। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এখন চলছে প্রচার-প্রচারণা।

এর মধ্যে আজ সোমবার ‘দরদ’র সার্টিফিকেট পাওয়ার একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন নির্মাতা অনন্য মামুন। সেই সঙ্গে ভক্ত-দর্শকদের কাছে জানতে চেয়েছেন- বাংলাদেশে ‘দরদ’ বাংলা ও হিন্দি দুই ভাষাতে মুক্তি দেওয়ার বিষয়ে।

নির্মাতার কথায়, ‘দরদ বাংলা হিন্দি দুই ভাষাতে বাংলাদেশে রিলিজ করতে চাই… আপনাদের মতামত কি?’

মামুনের এমন পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। তবে বেশির ভাগ মন্তব্যে মতামতের পাশাপাশি নির্মাতাকে শুনতে হচ্ছে নেতিবাচক কথা।

মন্তব্যকারীদের একজন লিখেছেন, ‘ঠিক না, বাঙালি হিন্দি ছবি ও সিরিয়াল দেখে দেখে হিন্দি শিখে ফেলেছে। কিন্তু বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ছবিটি বাংলায়ই কাম্য। আর দাদাদের খাওয়াতে চাইলে হিন্দি ডাব করা যেতে পারে।’

আরেকজনের কথায়, ‘বাংলাদেশে হিন্দি ভাষায় রিলিজ করার যৌক্তিকতা কী?’

অন্য একজন লিখেছেন, ‘বেশি ভাবা ঠিক না, অল্পতেই শান্ত থাকা বুদ্ধিমানের কাজ। বাংলাদেশে বসবাস করেন বাংলাটাই নিয়ে কাজ করেন।’

আরেকজন লিখেছেন, ‘সঙ্গে আরবি ও উর্দু ভাষাও বিবেচনায় রাখেন।’

এদিকে, সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়াসহ অনেকে।