নাফ নদের মোহনায় স্পিডবোট ডুবে শিশুসহ নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৬:৫২
শেয়ার :
নাফ নদের মোহনায় স্পিডবোট ডুবে শিশুসহ নিখোঁজ ২

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্পিডবোটের চালক ও এক শিশু নিখোঁজ হয়েছে। এছাড়া ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় টেকনাফে নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, দুর্ঘটনা কবলিত স্পিডবোটটির মালিক সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ রশিদ। নিখোঁজ স্পিডবোটির চালক ছিলেন বেলাল। এছাড়া নিখোঁজ শিশু স্মৃতি নূর আলিশা (৮) সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে।

ইউএনও জানান, সকালে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট শাহপরীর দ্বীপের উদ্দেশে রওনা হয়। বোটটি নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এতে স্পিডবোট থাকা সকলেই পানিতে ভাসতে থাকে। এক পর্যায়ে স্থানীয় জেলেদের নৌকা ও একটি স্পিডবোট ভাসমান অবস্থায় ৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও স্পিডবোটের চালক বেলাল ও শিশু সাগরে তলিয়ে যায়। 

নিখোঁজদের সন্ধানে স্থানীয় জেলে ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।