আলিয়া টিকিট কারসাজি করেছেন, অভিযোগ দিব্যার

বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, ১১:৩০
শেয়ার :
আলিয়া টিকিট কারসাজি করেছেন, অভিযোগ দিব্যার

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘জিগরা’ অনেকের মনে ধরলেও সিনেমাটির বিরুদ্ধে ইতোমধ্যেই টিকিট কাজসাজির অভিযোগ উঠেছে। এর এ অভিযোগটি করেছেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। আর এ অভিযোগকে কেন্দ্র করেই নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। 

ভারতের গণমাধ্যম থেকে জানা গেছে, ছবি মুক্তি পাওয়াত পর থেকেই সমস্ত টিকিট নাকি কিনে ফেলছেন সিনেমাপ্রেমী দর্শক। নির্মাতারা প্রথম থেকেই এমনই দাবি করে আসছিল। কিন্তু এই প্রচার নাকি পুরোটাই সাজানো নাটকের অংশ ছিল!

দিব্যা খোসলা কুমার ‘জিগরা’ দেখতে নিজেই হাজির হয়েছিলেন প্রেক্ষাগৃহে। সেখান থেকে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্ট শেয়ার করেন। 

অভিনেত্রী লেখেন, নতুন ছবি “জিগরা” দেখতে সিটি মল পিভিআরে গিয়েছিলাম। পুরো প্রেক্ষাগৃহ ফাঁকা ছিল। মূলত সব কটি প্রেক্ষাগৃহই ফাঁকা থাকছে। আলিয়া ভাটের সত্যিই সাহস আছে। নিজেই সব টিকিট কেটে নকল বক্স অফিস সংগ্রহ ঘোষণা করে দিল।

এদিকে করণ জোহরও প্রচন্ড ক্ষিপ্ত হয়েছেন। তিনি দিব্যার নাম উল্লেখ না করে একটি পোস্টে লিখেছেন, মূর্খদের কোনো জবাব না দেওয়াই সবচেয়ে ভালো। নীরবতাই হল সবচেয়ে বড় জবাব যা তুমি দিতে পারবে বোকাদের।

করণের পোস্টের জবাবে চুপ থাকলেন না দিব্যা খোসলা কুমার। ইনস্টাগ্রামে করণের থেকে ‘বোকা’ শুনতেই ইনস্টাগ্রামে তিনি আরও দুটি পোস্ট করেলেন। একটিতে লিখলেন, সত্যি সবসময় বোকাদের বিরক্ত করবে, যারা এটার বিরোধী। আরেকটিতে লিখলেন, যখন আপনি নির্লজ্জভাবে অন্যের অধিকার চুরি করতে অভ্যস্ত হন তখন আপনি সর্বদা নীরবতার আশ্রয় নেবেন আপনার কোনো কণ্ঠস্বর থাকবে না, কোনো মেরুদণ্ড থাকবে না।

উল্লেখ্য, এ সিনেমা করণ জোহরের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন অভিনেত্রী আলিয়া ভাট।