মহানবী মুহাম্মদ (সা.) -কে কটূক্তির অভিযোগে যুবক আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৯
শেয়ার :
মহানবী মুহাম্মদ (সা.) -কে কটূক্তির অভিযোগে যুবক আটক

আটক জুবায়ের ইসলাম সাজু। ছবি: আমাদের সময়

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে জুবায়ের ইসলাম সাজু (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক হওয়া যুবক উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

গতকাল রবিবার সকালে ওই যুবক মহানবী হযরত মোহাম্মদ (সা.)- কে নিয়ে ফেসবুকে একটি কটূক্তিমূলক পোষ্ট করেন।

পরবর্তীতে ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সন্ধ্যায় দক্ষিণ বাঁশজানী গ্রাম থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। এ সময় উত্তেজিত জনতা যুবকের সর্বোচ্চ শাস্তির দাবিতে থানায় অবস্থান নেয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস ও ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওসি জিল্লুর রহমান জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় একটি মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।