নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড
বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞ অমান্য করে ইলিশ মাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার শিকারপুর হাটে মাছ বাজারে মো. মানিক (৪০) নামের এক বিক্রেতাকে এ দণ্ড দেওয়া হয়।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত হোসেন এ দণ্ড দেন। এ সময় ওই ব্যবসায়ীর থেকে জব্দ করা ইলিশ মাছ শিকারপুর বন্দরের একটি এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শিকারপুর হাটে ইলিশ মাছ বিক্রি করছিলেন বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের মো. আলাউদ্দিন বেপারীর ছেলে মো. মানিক। নিষেধাজ্ঞা অমান্য করে তিনি ২০ কেজি ইলিশ মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারকে খবর দেন। এ সময় উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ হোসেনের নেতৃত্বে অসাধু মৎস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ্যভাবে ইলিশ মাছ বিক্রির দায়ে মানিককে এক মাসের কারাদণ্ড দেন। তার থেকে জব্দ করা ইলিশ মাছ শিকারপুর বন্দরের একটি এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়।