৯ দিন ধরে অনশনে কলকাতার জুনিয়র চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ১৬:৩১
শেয়ার :
৯ দিন ধরে অনশনে কলকাতার জুনিয়র চিকিৎসকরা

পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে অনশন করছেন হাসপাতালটির জুনিয়র চিকিৎসকরা। আজ রবিবার তাদের অনশন গড়াল নবম দিনে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আর জি কর হাসপাতালে গত আগস্ট মাসে নিহত ওই চিকিৎসককে ধর্ষণ ও হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বিচার, কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা, রাজ্যের বেহাল স্বাস্থ্যসেবা কাঠামোর সংস্কার, কয়েকজন কর্মকর্তার পদত্যাগসহ দাবিতে গত ৪ অক্টোবর শনিবার কলকাতার ধর্মতলা এলাকার আন্দোলনমঞ্চে আমরণ অনশন কর্মসূচির ঘোষণঅ দেন জুনিয়র চিকিৎসকরা।

সেই অনশন নবম দিনে এসে পৌঁছেছে। তাদের সংখ্যা এখন সাতজন। গতকাল শনিবার রাতে একজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। না খেয়ে থাকার কারণে তার প্রচণ্ড পেট ব্যাথা ও মলত্যাগের সময় রক্ত ঝরছে।

অন্যদিকে রাষ্ট্রীয় মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সিনিয়র চিকিৎসকদের গণ পদত্যাগ চলছেই। রবিবার সকাল ৭৭ জন সিনিয়র চিকিৎসক পদত্যাগ করার খবর মিলেছে। এখন পর্যন্ত সব মিলে এই সংখ্যা ৩০০ জন ছাড়িয়ে গেছে।

প্রথমে আর জি কর মেডিক্যালের প্রায় ৫০ জন সিনিয়র চিকিৎসক একসঙ্গে ইস্তফা দেন। সবমিলিয়ে সেখানে শতাধিক বেশি চিকিৎসক পদত্যাগ করেছেন। এরপর রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা ইস্তফা দিয়েছেন।

তাদের সঙ্গে সংহতি জানিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসকরাও কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন।