নিয়ন্ত্রণে এসেছে বরিশাল মেডিকেলের আগুন
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আজ রবিবার সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের নিচতলায় এ আগুন লাগে। তবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের বর্ধিত নতুন মেডিসিন ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। নিচতলার স্টোররুমে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে তাদের ধারণা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ধোঁয়ায় পুরো ভবন আচ্ছাদিত হয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী এবং স্বজনরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা হাসপাতাল ভবনের ওপর তলায় থাকা রোগীদের উদ্ধার করে মূল ভবনে স্থানান্তর করেন।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। মেডিসিন ভবনের নিচতলা থেকে দাহ্য পদার্থগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’