আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৭
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

রাষ্ট্রপতির কর্মসূচি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেলা ১১টায় বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা বিসর্জন কর্মসূচি

বিকেল ৩টায় প্রতিমা নিরঞ্জনের জন্য পলাশী মোড়ে সমাবেশ। আর বিকেল ৪টায় শোভাযাত্রা সহকারে বুড়িগঙ্গা শোয়ারী ঘাটের উদ্দেশে যাত্রা।

বাজার মনিটরিং টিমের কার্যক্রম

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন সুলতানার নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় রাজধানীর জহুরা মার্কেটে তদারকি করবে বাজার মনিটরিং টিম।

বাংলাদেশ জামায়াতের কর্মসূচি

সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৪-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।