দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে হাজেরা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজেরা খাতুনের দুইবার বিয়ে হয়েছিল। দুই স্বামীই মারা গেছেন। তার প্রথম স্বামীর ছেলে জজ মিয়া (৪০) ও দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়া (১৮)। হাজেরা খাতুন বড় ছেলে জজ মিয়ার ঘরে থাকতেন। কিছুদিন আগে ছোট ছেলের বউ বাপের বাড়িতে চলে যাওয়ায় ছোট ছেলেকে রান্না করে খাওয়াতেন হাজেরা। কিন্তু এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে শনিবার সকালে ঝগড়া শুরু হয়। এ সময় তাদেরকে থামাতে গিয়ে হাজেরা খাতুন হঠাৎ মাটিতে পড়ে যান এবং মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য সখিনা খাতুন বলেন, দুই ছেলে রান্না করা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল বলে শুনেছি। তার মা ঝগড়া থামিয়ে দুই ছেলেকে দুই দিকে পাঠিয়ে দেন এবং দাঁড়ানো থেকে মাটিতে পড়ে যান। পরে দেখা যায় তিনি মারা গেছেন।
দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আক্কাস আলী বলেন, সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।