মোদির দেওয়া সেই সোনার মুকুট উদ্ধারের নির্দেশ আসিফের

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ১৮:৫২
শেয়ার :
মোদির দেওয়া সেই সোনার মুকুট উদ্ধারের নির্দেশ আসিফের

সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দির থেকে চুরি হওয়া সোনার মুকুট দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী কালীন সরকারের যুব, ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। মন্দির পরিদর্শনে গিয়ে আইনশৃংঙ্খলা বাহিনীকে তিনি এ নির্দেশ দেন।

আজ শনিবার বেলা ১২টায় দিকে আসিফ মাহমুদ ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমন্দিরে পৌঁছান। এ সময় তিনি মন্দিরের চুরি হওয়া স্বর্ণের মুকুটের খোঁজ খবর নেন।

চুরি হওয়া সোনার মুকুট যশোরেশ্বরী কালী মন্দিরে উপহার হিসেবে দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব দাশ, উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইজুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম, জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপি ও জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মন্দির কমিটির সদস্যরা।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মন্দিরের চুরির ঘটনা দুঃখজনক। আমরা খবর শোনা মাত্রই ঢাকা থেকে প্রশাসনকে নির্দেশনা দিয়েছি চুরি হওয়া কালীর মুকুট যেন দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনা হয়।

মন্দির পরিদর্শন শেষে তিনি মুন্সীগঞ্জে অবস্থিত আকাশলীনা ইকো ট্যুরিজম হয়ে সুন্দরবন কলাগাছিয়া ভ্রমণে যান।

এর আগে তিনি সাতক্ষীরা মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শন শেষে পারুলিয়া জেলেপাড়া ও গাজীরহাট পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে স্বাক্ষাত করে সমবেদনা জানান।