নাসরাল্লাহর সঙ্গে নিহত ইরানি জেনারেলের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১২:৪৬
শেয়ার :
নাসরাল্লাহর সঙ্গে নিহত ইরানি জেনারেলের মরদেহ উদ্ধার

ইসরায়েলি হামলায় নিহত এক ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক জেনারেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইরান জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর সঙ্গেই প্রাণ হারিয়েছেন তিনি।

ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, জেনারেল আব্বাস নিলফোরুশনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নিলফোরুশনের দেহ বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ ‘দাহিয়ে’র একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।

নিলফোরুশন ছিলেন ইরানের অন্যতম সিনিয়র সামরিক উপদেষ্টা এবং অবিচল ও বুদ্ধিদীপ্ত সেনা কর্মকর্তা।  

ইরান জানায়, গত ২৭ সেপ্টেম্বর বৈরুতের দাহিয়ে এলাকায় ইসরায়েলি বাহিনীর যে ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ মারা যান, সেই একই হামলায় জেনারেল নিলফোরুশন নিহত হন।