টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১২:০০
শেয়ার :
টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা

রতের বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নোয়েল টাটা। গতকাল শুক্রবার মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নোয়েল প্রয়াত শিল্পপতি রতন টাটার সৎভাই। বর্তমানে তিনি টাটা স্টিল ও ঘড়ি কোম্পানি টাইটানের ভাইস চেয়ারম্যান। তার মা ফরাসি বংশোদ্ভূত সিমোনে টাটা। সিমোনে টাটা ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন ও টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। 

২০০০-এর দশকের প্রথমদিকে টাটা গ্রুপে যোগ দেওয়ার পর থেকে নোয়েল ব্যবসায়িক গোষ্ঠীটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা হিসাবে ১৪টি ট্রাস্টের সবগুলোর কার্যক্রম পরিচালনা করে টাটা ট্রাস্ট। টাটা সন্সের ৫০ শতাংশেরও বেশি মালিকানা প্রধানত দুটি প্রধান ট্রাস্টের অধীনে আছে। এর একটি স্যার দোরাবজি টাটা ট্রাস্ট ও অপরটি স্যার রতন টাটা ট্রাস্ট। সেই ট্রাস্টের বৈঠকেই নোয়েলকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

৬৭ বছরের নোয়েল দোরাবজি টাটা ট্রাস্টের একাদশতম চেয়ারম্যান এবং রতন টাটা ট্রাস্টের ষষ্ঠ চেয়ারম্যান হচ্ছেন।