শেরেবাংলা নগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১১:২৫
শেয়ার :
শেরেবাংলা নগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

শেরেবাংলা নগরে যুবলীগ নেতা মো. নূরনবী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর ইউনিট ৩২ নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মো. নূরনবীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

গতকাল শুক্রবার রাতে শেরে বাংলা নগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মো. সুজন (২৪) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. নূরনবীকে গ্রেপ্তার করা হয়েছে। 

তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।