১০০ বছর পর এভারেস্ট আরোহীর পায়ের সন্ধান
বরফ গলে বেরিয়ে আসা এই পা বদলে দিতে পারে ইতিহাস
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বরফ গলে বেরিয়ে এলো একটি পা। সেই পায়ে হোঁচট খেলেন ন্যাশনাল জিওগ্রাফির তথ্যচিত্র বানাতে যাওয়া পর্বতারোহী। এই পা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। কারণ, এই পা শত বছর আগে এভারেস্ট জয় করতে যাওয়া ব্রিটিশ পর্বতারোহীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধারণা সত্যি হলে এ ঘটনা হবে ইতিহাসে অমর হয়ে থাকা এডমন্ড হিলার ও তেনজিং নরগের ২৯ বছর আগের।
বিবিসি বলছে, এভারেস্টে সম্প্রতি পাওয়া সেই পা ১০০ বছর আগে এভারেস্ট জয়ের উদ্দেশে যাওয়া ব্রিটিশ পর্বতারোহী অ্যান্ড্রু কোমিন ‘স্যান্ডি’ আরভিনের হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
৬০০ দিন পর কারামুক্ত কাশ্মীরের সাংবাদিক
১৯২৪ সালের জুনে একজন সঙ্গীসহ এভারেস্ট জয়ের উদ্দেশে পর্বতারোহণ শুরু করেন আরভিন। সেই যে যাওয়া, তারপর নিখোঁজ। আরভিন মাত্র ২২ বছর বয়সে নিখোঁজ হলেও তার এই নিখোঁজের বয়স ১০০ বছর পেরিয়েছে চলতি বছরের জুনে।