দীপ্ত টিভির কর্মী খুন: অবৈধভাবে ফ্ল্যাট বিক্রি করেন আবাসন প্রতিষ্ঠানের মালিক
রাজধানীর রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম খুনের ঘটনায় আবাসন প্রতিষ্ঠানের মালিক শেখ রবিউল আলম রবিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান এ তথ্য জানান।
রুহুল কবির খান বলেন, তামিম হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নামে মামলা হয়েছে। এরমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিউল আলম রবি এ মামলার এক নম্বর আসামি। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন এবং প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। জমির মালিককে প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের ৫টি ফ্ল্যাট দেওয়ার চুক্তি থাকলেও তারা দুটি হস্তান্তর করেছে। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের শ্বশুরের কাছে বিক্রি করেন শেখ রবিউল আলম রবি। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে জবরদখল করে রেখেছিল। যা নিয়ে গত তিন বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।
পুলিশের এই কর্মকর্তা জানান, এই দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সকালে ফ্ল্যাটের মধ্যে হামলা করলে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল ইসলাম জাহান তামিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?