মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরি, যা বলছে ভারতীয় গণমাধ্যম
সাতক্ষীরার শ্যামনগরে এক কালি মন্দির থেকে নরেন্দ্র মোদির উপহার দেওয়া মুকুট চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে এই চুরি হয় বলে জানা গেছে। বিষয়টি উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমেও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যশোরেশ্বরী মন্দিরের পুরোহিত পূজা শেষ করে বাইরে গিয়েছিলেন। পরে একজন পরিচ্ছন্ন কর্মী এসে দেখতে পান মুকুটটি নেই।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
শ্যামনগর পুলিশ স্টেশনের পরিদর্শক তাইজুল ইসলাম জানিয়েছেন তারা চোরকে শনাক্ত করতে মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এনডিটিভি জানায়, মুকুটটি রুপা ও স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি। এর আলাদা সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। প্রচলিত রয়েছে, যশোরেশ্বরী মন্দির ভারত ও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। যশোরের দেবী থেকে যশোরেশ্বরী নামটি এসেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস