সারাদেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত

অনলাইন ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ২২:৪১
শেয়ার :
সারাদেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত

'স্তন ক্যান্সার। চাই দ্রুত নির্ণয়, পরিপূর্ণ চিকিৎসা।' প্রতিপাদ্যে সারাদেশে পালিত হয়েছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে গোলটেবিল বৈঠক করা হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, উপাচার্য, বিএসএমএমইউ। সঞ্চালনা করেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

আলোচনায় অংশগ্রহণ করেন জনস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, ফোরামের সমন্বয়কারী ও সিওসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোছাররত সৌরভ, সিনিয়র স্বাস্থ্য প্রতিবেদক ও বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার, সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পলি, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা শেফালী, সিওসি ট্রাস্টের সম্পাদক ও ট্রাস্টি ইকবাল মাহমুদ, নারীপক্ষের. ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার মশিহ উদ্দিন শাকের।

সূচনা বক্তব্যে ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালনের উদ্দেশ্য, ফোরাম প্রতিষ্ঠা ও এ বছরের প্রতিপাদ্য বিশ্লেষণ করেন। তিনি জানান, এ বছর স্তন ক্যান্সার দ্রুত নির্ণয় ও পরিপূর্ণ চিকিৎসার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেয়া হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, অনেক রোগীর ক্যান্সার নির্ণীত হওয়ার পরও অসচেতনতা, অজ্ঞতা ও আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারেন না। অনেকেই আংশিক চিকিৎসার পর চিকিৎসায় বিরতি দেন বা দিতে বাধ্য হন। ফলে ক্যান্সার আরও বিপদজনকভাবে ফিরে আসতে পারে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।

দরিদ্র স্তন ক্যান্সার রোগী, যারা অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না, মাত্র পাঁচ হাজার টাকার প্রতীকী খরচে একশ'জন রোগীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দক্ষ ক্যান্সার সার্জন দিয়ে অপারেশন করিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে ফোরাম ও এর বিভিন্ন সদস্য সংগঠন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, 'ক্যান্সারের ঔষধ বিনামূল্যে হাসপাতাল থেকে সরবরাহ করা যায় কিনা সেই ব্যাপারে আমরা দেখি কিছু করা যায় কিনা এবং এটা রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যেই পরে। একইসঙ্গে ক্যান্সারের সকল ঔষধ ট্যাক্স ফ্রি করার কথাও ভেবে দেখার সময় এসেছে, আশা করছি আগামী বাজেটের আগেই এ ব্যাপারে আমরা কিছু করতে পারবো।'

এর আগে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের চার দিকে প্রতীকী গোলাপি সড়ক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।