রতন টাটার শেষকৃত্য সম্পন্ন
ভারতের টাটা গ্রুপের এমিরেটাস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি রতন টাটা শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন অমিত শাহ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের ওরলিতে পারসিদের অন্ত্যেষ্টিস্থলে বৃহস্পতিবার বিকেলে শেষকৃত্য সম্পন্ন হয় রতন টাটার। শেষকৃ্ত্যের আগে তার মরদেহ মুম্বাইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে রাখা হয়। স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। দেশে না থাকায় যোগ দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরিম্যান পয়েন্টে এনসিপিএ লনে কাচের বাক্সে রাখা ছিল তার দেহ। জড়ানো ছিল ভারতের পতাকা। এসে হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানান রতনকে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হিন্দু আচার অনুষ্ঠান অনুযাযী শেষকৃত্য হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ওরলি শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হয় তাকে। শেষকৃত্যের আগে ৪৫ মিনিট প্রার্থনা করা হয়।
শেষকৃত্যে অমিত শাহ ছাড়াও যোগ দেন মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলও টাটা গোষ্ঠীর শীর্ষকর্তারা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
গতকাল বুধবার রাত সাড়ে ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তিনি কিছুদিন আগেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুটিন চেকআপের জন্য। তবে গতকাল সকাল থেকেই কানাঘুষোয় শোনা যেতে থাকে যে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। রাতেই তার মৃত্যুর খবর জানা যায়