বেশি দামে ডিম-মুরগি বিক্রি করায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ১৯:৫১
শেয়ার :
বেশি দামে ডিম-মুরগি বিক্রি করায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

বেশি দামে বিক্রির অভিযোগে ৭ জন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজধানীর নিউমার্কেট এলাকার কাঁচাবাজারে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ডিম ব্যবসায়ী ইয়াসিন তার মূল্য তালিকায় ডিমের ডজন ১৫০ টাকা লিখলেও এক ক্রেতার কাছে ১৭০ টাকা বিক্রি করেন। যা ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়ে। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়। এছাড়া বিসমিল্লাহ স্টোরের আলী হোসেনকে দুই হাজার টাকা, ইয়াসিন অ্যান্ড পোল্ট্রি হাউজের জাহিদুল ইসলামকে দুই হাজার টাকা, কাওসার অ্যান্ড পোল্ট্রি হাউজের কাওসারকে দুই হাজার টাকা, নিউ পল্টন চিকেন হাউজের জালাল মিয়াকে দুই হাজার টাকা, আরমান চিকেন হাউজের আব্দুল জব্বারকে দুই হাজার টাকা এবং কিরন এন্টারপ্রাইজের কিরন মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি বাজার কমিটিকে নির্দিষ্ট বাজারমূল্যে পণ্য বিক্রয়ের জন্যে সাইনবোর্ড লাগানোর জন্যে ও সকলকে এ বিষয়ে সতর্ক করার জন্যে নির্দেশ প্রদান করা হয়। সকল ডিম ও ব্রয়লার মুরগি ব্যবসায়ীদের ক্র‍য়-বিক্রয়ের রশিদ রাখা ও সরবরাহ করার জন্য বলা হয়েছে। পেপারল্যাস ব্যাবসা চলবে না বলেও তাদের নির্দেশনা দেওয়া হয়।

অতি মুনাফালোভী ব্যাবসায়ীদের বিরুদ্ধে চলমান ঢাকা জেলার গঠিত টাস্কফোর্সের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।