‘সুযোগ সন্ধানীরা যেন অপতৎপরতা চালাতে না পারে’

অনলাইন ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ১৪:০০
শেয়ার :
‘সুযোগ সন্ধানীরা যেন অপতৎপরতা চালাতে না পারে’

শারদীয় দুর্গোৎসব ঘিরে সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহীনবাগে রাধাকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা জানান।

নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপ্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে। তবে সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পূজা উপলক্ষে সকল পূজা মণ্ডপের সুরক্ষার্থে বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।