বউয়ের প্রতি ভালোবাসার কথা শোনাবেন শাকিব খান!
মুক্তির আগে একের পর এক চমক প্রকাশ্যে আনছেন শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র নির্মাতা অনন্য মামুন। ক’দিন আগেই নির্মাতা ফেসবুকে একটি পেপার কাটিং শেয়ার করেছেন। যার শিরোনাম ছিল ‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’। আর সাব-শিরোনামে লেখা, ‘আগামীকাল তাকে জনসম্মুখে আনা হবে।’ তার সেই পোস্ট থেকে সিনেমাপ্রেমীরা ঝুঝে নিয়েছে ‘দরদ’-এ শাকিবের নাম দুলু।
পেপার কাটিং প্রকাশের একদিন পর সামনে আসে সিনেমার টিজার। যা ঝড় তুলেছে নেটদুনিয়ায়। মুক্তির মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এটি দেখেছেন ২০ লাখেরও বেশি দর্শক। ওদিনই মামুন ঘোষণা দেন, সিনেমার গল্প মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার দেওয়ার।
তার কথায়, ‘এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এবার মামুন ফেসবুকে শেয়ার করেছেন পেপার কাটিং আকারে আরও একটি ছবি। যার শিরোনাম ‘দুলু মিয়া এবার রিমান্ডে!’ আর সাব-শিরোনামে লেখা আছে- ‘আগামীকাল সবার সামনে বলবেন বউয়ের প্রতি ভালোবাসার কথা।’ তার কথায় স্পষ্ট আগামীকাল শুক্রবার ‘দরদ’র নতুন আরও একটি টিজার প্রকাশ্যে আসছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ছবিটি শেয়ার করে নির্মাতা ক্যাপশন দিয়েছেন, ‘বউ পাগল মানুষটার কথাগুলো শোনা দরকার। কাল কিন্তু সত্যি একটা কিছু হবে… এটা কিন্তু পূজার উপহার।’
এদিকে, সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে আগামী ১৫ নভেম্বর এটি প্রেক্ষাগৃহে আসছে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়াসহ অনেকে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’