সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা আজ

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ০৯:৩১
শেয়ার :
সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা আজ

সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে আজ। সুইডেনের রাজধানী স্টকহোমে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করবে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। ইয়োন ফসের লেখা নাটক ও সাহিত্যের প্রশংসা করে সুইডিশ একাডেমি বলেছে, তিনি তার লেখায় অনুচ্চারিত থেকে যাওয়া বহু কথা তুলে এনেছেন। ১৯০১ সালে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম (১৮৩৯–১৯০৭)।

পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সব ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।