মারা গেলেন রতন টাটা
ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের এমিরেটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। আজ বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
১০০ বছরের বেশি সময় আগে রতন টাটার প্রপিতামহ এই শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। ২০১২ সাল পর্যন্ত রতন টাটা প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১০০ বিলিয়ন ডলার সমমূল্যের এই প্রতিষ্ঠানের ইস্পাত থেকে সফটওয়্যার পর্যন্ত নানা ব্যবসা রয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বুধবার তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রাতে তার মৃত্যুর কথা নিশ্চিত করে টাটা গ্রুপ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস