দায়িত্ব বাড়ল জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানের
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করেছে সরকার। আজ বুধবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিমা করপোরেশন আইন অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। তিনি চেয়ারম্যান পদে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর ওই পদে থাকবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত ৩ অক্টোবর একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ঘুষ নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তবে ওই দিন সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি বিষয়টি অস্বীকার করেন। মোখলেসুর রহমান বলেন, ‘আমি স্যামসাং ব্যবহার করি। আর তারা যেই স্ক্রিনশট দিয়েছে, সেটি হলো আইফোনের।’
প্রকাশিত সংবাদ নিয়ে জনপ্রশাসন সচিব বলেন, ‘ইটস এ ফেক নিউজ (এটি একটি ভুয়া সংবাদ)।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?