সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ দেলোয়ার মাস্টার গ্রেপ্তার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ২০:১৫
শেয়ার :
সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ দেলোয়ার মাস্টার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত স্কুলশিক্ষক দেলোয়ার হোসেনকে ছাত্র-জনতা গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মইনপুর থেকে তাকে আটক করা হয়। পরে প্রতারণা এবং কসবা থানায় হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দেলোয়ার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি অভিযোগ করেছেন নির্যাতিত ভুক্তভোগীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দাপট দেখিয়ে নানান অপকর্মে লিপ্ত ছিলেন দেলোয়ার মাস্টার। তিনি এলাকায় মাদক সিন্ডিকেট, শিক্ষকদের চাকরি ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে থাকেন। মঙ্গলবার নিজ বিদ্যালয় এলাকায় এসেছিলেন। খবর পেয়ে এলাকার ছাত্র-জনতা তাকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক কবির বলেন, দেলোয়ার মাষ্টারের বিরোদ্ধে ২টি মামলা হয়েছে এবং আরও ৩-৪টি অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগীরা। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।