হ্যারিকেন মিল্টনের ভেতর বিমান নিয়ে বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন মিল্টন। স্থানীয় সময় আজ বুধবার উপকূলে হ্যারিকেনটি আছড়ে পড়ার কথা রয়েছে। এই মুহূর্তে এটি ক্যাটাগরি-৫ হ্যারিকেন। তবে স্থলে আঘাত হানার সময় ঝড়টি কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ এ রূপ নেবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
হ্যারিকেনটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে এটির ভেতর বিমান নিয়ে প্রবেশ করেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টারের কর্মীরা। সেই ভিডিও প্রকাশ করেছেন তারা। ২৭০ কিলোমিটার বাতাসের গতিকে পাশ কাটিয়ে আরও দ্রুতগতিতে তারা হ্যারিকেনটির একদম মূল কেন্দ্রতে চলে যান।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভিডিওতে দেখা যায়, ওই সময় বাতাসের ধাক্কায় প্রবল ঝাকুনি খাচ্ছিল বিমানটি। যেসব বিজ্ঞানী তথ্য সংগ্রহ করতে হ্যারিকেনের ভেতর গিয়েছিলেন তাদের ‘হ্যারিকেন হান্টার’ হিসেবে অভিহিত করা হয়। তাদের মধ্যে ফ্লোরিডার কংগ্রেসম্যানও ছিলেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) আশঙ্কা করছে, গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে বিধ্বংসী ঝড় হতে পারে। এনএইচসি বলছে, মিল্টন ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে। বুধবার রাতে বা বৃহস্পতিবার ভোরে এটি উপকূলে আছড়ে পড়তে পারে। ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস