তপু খানের ‘মমতা’য় জোভান-সাদিয়া
নাটকের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও সাদিয়া আয়মান। ইতিমধ্যেই তারা উপহার দিয়েছেন বেশ কিছু নাটক। এই জুটিকে নিয়ে এবার নাটক নির্মাণ করলেন ‘লিডার আমিই বাংলাদেশ’খ্যাত নির্মাতা তপু খান। নাম ‘মমতা’।
লিমন আহমেদের রচনায় নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, জিয়াউল হাসান কিসলু, মুনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া, বাপ্পি আশরাফ, জিল্লুর রহমান, তারিক স্বপনসহ অনেকেই। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গতকাল মঙ্গলবার উন্মুক্ত হওয়া নাটকটির প্রযোজনায় আছেন আকবর হায়দার মুন্না।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘মমতা’ নাটক নিয়ে পরিচালক তপু খান বলেন, ‘আমাদের চেষ্টা ছিল গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটি রোমান্টিক নাটক নির্মাণের৷ আশা করি, সেই চেষ্টায় আমর সফল হয়েছি। নাটকে মানুষের প্রতি মানুষের মমতার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আছে পরিবার, সমাজ ও ভালোবাসার মানুষের প্রতি দায়িত্বশীলতার গল্প। পৃথিবীতে ভালোবাসাই যে সবচেয়ে বড় শক্তি, তা দারুণভাবে অনুভব করাবে এ নাটক। একই সঙ্গে আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অভিনেতা জোভান বলেন, ‘কিছু গল্প ও চরিত্র থাকে যেগুলোতে কাজ করে একটা তৃপ্তি পাওয়া যায়। “মমতা” নাটকটি আমাকে সেই তৃপ্তি দিয়েছে। জগতে একজন মানুষ কেবল নিজের জন্য বাঁচে না, তার অনেক দায়িত্ব থাকে চারপাশের মানুষের প্রতি, সমাজ ও দেশের প্রতি। সেই বিষয়টাই সুন্দরভাবে ফুটে উঠেছে আমার চরিত্রে। আমি তপু খান ভাইকে ধন্যবাদ দিচ্ছি এমন চরিত্রে আমাকে নেওয়ার জন্য। আসলে এ নাটকের প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ এবং সেগুলো দারুণভাবে ফুটে উঠেছে। যারা নাটকটি দেখেছেন সবাই ভালো বলছেন, এটাই আনন্দের।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’