শিরোনামহীনের ভক্তদের জন্য সুখবর

বিনোদন প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৪, ১৪:১৬
শেয়ার :
শিরোনামহীনের ভক্তদের জন্য সুখবর

‘হাসিমুখ’, ‘জাহাজী’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘ভালোবাসা মেঘ’, ‘এই অবেলায়’, ‘ক্যাফেটেরিয়া’- এমন অসংখ্য গানে সংগীতাঙ্গন মাতিয়ে চলেছে শিরোনামহীন। তাদের প্রতিটি গানেই পাওয়া যায় নতুনত্বের ছাপ। গেল বছর দলটি নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দেয়। নাম ‘বাতিঘর’।

৮ম এই অ্যালবামের শিরোনামের গানটি গত বছরই প্রকাশ হয়। সে সময় শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া জানান, এই অ্যালবামের চমক হিসেবে থাকছে ‘এই অবেলায়’ গানের সিক্যুয়াল। অবশেষে প্রকাশ্যে আসছে কাঙ্ক্ষিত সেই গানটি। শুধু বাংলাতেই নয়, গানটি প্রকাশ হবে ইংলিশ ভার্সনেও- শিরোনামহীনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

জানা গেছে, গানের ভিডিওতে শিরোনামহীনের পাশাপাশি অংশ নিয়েছেন মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেজাহান। আছেন অভিনেতা তৌসিফ মাহবুবও। এই অবেলায় ২’র মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে থাইল্যান্ডে।

এদিকে, শিরোনামহীনের নতুন অ্যালবামের তৃতীয় গান ‘নিঃশব্দপুর’ প্রকাশ হয় গেল সেপ্টেম্বরে। জিয়াউর রহমানের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল শেখ ইশতিয়াক। গানটিতে বেইজ ও সেলো বাজিয়েছেন জিয়া। বোধার্ন, সরোদ, বাঁশি বাজানোর পাশাপাশি ব্যাক ভোকাল হিসেবে ছিলেন কাজী আহমেদ শাফিন। সায়মন চৌধুরী বাজিয়েছেন পিয়ানো। সুদীপ্ত সিনহা দীপু বাজিয়েছেন গিটার ও গিটালেলে। কয়্যার ভয়েজ দিয়েছেন কলকাতার শিল্পী সংবর্তিকা বন্দ্যোপাধ্যায়। এর আগে, গেল এপ্রিলে আসে তাদের দ্বিতীয় গান ‘জানে না কেউ’।

বর্তমানে ব্যান্ড শিরোনামহীনের লাইনআপে রয়েছেন জিয়াউর রহমান জিয়া (বেজিস্ট ও গীতিকার), কাজী আহমাদ শাফিন (ড্রামার), শেখ ইশতিয়াক (ভোকালিস্ট), সাইমন চৌধুরী (কি-বোর্ডিস্ট), দীপু সিনহা (গিটারিস্ট)।