শেখ সালাউদ্দিনসহ পরিবারের ৯ জনের ব্যাংক হিসাব জব্দ
সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও তার স্ত্রীসহ পরিবারের ৯ সদস্যের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত (জব্দ) রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিএফআইইউথর সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
হিসাবে জব্দের তালিকায় থাকা পরিবারের অন্য সদস্যরা হলেন-শেখ সালাউদ্দিন জুয়েলের স্ত্রী শাহানা ইয়াসমিন, ছেলে শেখ ফারদিন নাসের, তিন ভাই শেখ জালাল উদ্দীন রুবেল, শেখ সোহেল উদ্দিন ও শেখ বেলাল উদ্দিন বাবু, বোন তাহমিনা কবির এবং শেখ বেলাল উদ্দিন বাবুর স্ত্রী শেখ ওয়াহিদা সুলতানা ও শেখ জালাল উদ্দীন রুবেলের মেয়ে শেখ তাসমিয়া সুনেহরা। চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তির প্রত্যেকর নাম, ঠিকানা, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য বিএফআইইউতে পাঠাতে হবে।
আরও পড়ুন:
সরকারকে দীর্ঘমেয়াদি ঋণ দিতে অনীহা ব্যাংকের
আরও পড়ুন:
ফের বাড়ল স্বর্ণের দাম