যে কারণে বাংলাবান্ধা বন্দরের আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১২:১২
শেয়ার :
যে কারণে বাংলাবান্ধা বন্দরের আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ বুধবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে দেশের একমাত্র চার-দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম চালু থাকবে। স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে যাত্রী পারাপার।

আজ বুধবার সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, আজ থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। পূজা উপলক্ষে বাংলাদেশ-ভারত ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বাংলাবান্ধা বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।