৭ বছর পর নেমেসিস

বিনোদন প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৪, ১২:০৫
শেয়ার :
৭ বছর পর নেমেসিস

রক ব্যান্ড নেমেসিসের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। ২০০৫ সালে প্রকাশ হয় তাদের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’। ২০১১ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ আর ২০১৭ সালে ‘গণজোয়ার’। ৭ বছর বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে আসছে দলটি। তবে পুরো অ্যালবাম নয়, নতুন অ্যালবামের গানগুলো প্রকাশ হবে ধারাবাহিক ভাবে।

তারই ধারাবাহিকতায় গেল ৩ অক্টোবর প্রকাশিত হয় তাদের চতুর্থ অ্যালবামের নতুন গান ‘ভাঙা আয়না’। এর আগে, গেল বছর প্রকাশিত হয় এই অ্যালবামের প্রথম গান ‘ঘোর’। নতুন অ্যালবামে গান থাকবে মোট ১০টি। এমনটাই জানিয়েছেন নেমেসিসের ম্যানেজার রাজু আহমেদ।

তার কথায়, ‘আমরা কিছুটা সময় নিয়েই একটা অ্যালবাম বা গান করি, যেন মানুষকে ভালো কিছু উপহার দিতে পারি।’

রাজু আহমেদ বলেন, ‘ব্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে, লাইভ পারফরম্যান্সের একটা চাপ থাকে। এ ছাড়া নতুন গানের ক্ষেত্রে নিজেদের গান নিজেরাই লেখা, সেটা সুর করা, তারপর সংগীতায়োজন- সব মিলিয়ে প্রচুর কাজ। লিড গিটারিস্ট সুরের ওপর তার উপযুক্ত নোটগুলো তোলে, জোহাদ একটা থিম ধরে লিরিক লেখে। এই জিনিসগুলো আসলে একটু সময়ের ব্যাপার। এরমধ্যে আমরা আরও কিছু গানও মুক্তি দিয়েছি। আগে যেটা হতো মানুষ অডিও শুনত, এখন তো ভিজ্যুয়ালও দেখতে চায়। একটা গানকে তাই সেভাবেই প্রস্তুত করতে হয়।’

জানা গেছে, নতুন অ্যালবামের গানগুলো লিখেছেন ফ্রন্টম্যান জোহাদ। সুর-সংগীতে আছে ব্যান্ডের সদস্যরা। বর্তমান নেমেসিসের লাইনআপে রয়েছেন- জোহাদ (ভোকালিস্ট), রাফসান (লিড গিটারিস্ট), ইফাজ (গিটারিস্ট), রাতুল (বেজ গিটারিস্ট) ও জেফরি (ড্রামার)।

এদিকে, আগামী ১৮ অক্টোবর ‘গণজোয়ার কনসার্ট’-এ সংগীত পরিবেশ করবে দলটি। এ ছাড়াও অংশ নেবে ক্রিপটিক ফেইট, এভোয়েড রাফা, বে অফ বেঙ্গল, কনক্লুশন ও কাকতাল।