রসায়নে নোবেল পাচ্ছেন কারা, জানা যাবে আজ
চিকিৎসা শাস্ত্র ও পদার্থ বিজ্ঞানের পর আজ বুধবার রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময় বিকেল ৩টায় এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করবে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সোমবার থেকে এ বছরের নোবেল পুরস্কার দেওয়া শুরু করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। ওই চিকিৎসায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। এ পুরস্কার পান মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রজ ও গ্যারি রুভকিন। আরএনএ মলিকিউল গবেষণায় অবদান রাখায় নোবেল পান তারা।
এর পরদিন মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর মেশিন লার্নিং তথা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে অনবদ্য অবদান রাখায় নোবেল পুরস্কার পান জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন। মার্কিন অধ্যাপক জন হোপফিল্ড যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। অন্যদিকে, ব্রিটিশ-কানাডিয়ান অধ্যাপক জিওফ্রে হিন্টন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আর আজ রসায়নে নোবেলবিজয়ীর নাম ঘোষণা হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি স্বর্ণপদক, শংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পান।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস