আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৬
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বেলা ১১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় যোগ দেবেন অর্থ উপদেষ্টা।

বিএনপির কর্মসূচি

দুপুর ২টায় পল্লবীর মুসলিম বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেলা ১১টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে থাকবেন প্রকৌশলী ইশরাক হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দ অপু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে এবং স্থানীয় নেতৃবৃন্দ।

পুলিশের কর্মসূচি

বেলা পৌনে ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে থানার সক্ষমতা বাড়াতে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠান হবে।

আলোচনা সভা

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ব্র্যাক সেন্টার ইনে ‘বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক সংকট ও উত্তরণ’ শীর্ষক গবেষণা প্রকাশ ও একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী গবেষণাটি উপস্থাপন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান।

গবেষণাপত্রটি উপস্থাপন করবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্পের পরিচালক ড. এ.টি.এম. মাহবুব-উল করিম। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), সুইজারল্যাণ্ড দূতাবাসের কর্মকর্তা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

র‌্যাবের মতবিনিময়

বিকেল পৌনে ৩টায় বনানী পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

উপদেষ্টা আসিফ মাহমুদের কর্মসূচি

সকাল ৯টার দিকে জাতীয় ক্রীড়া পরিষদে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে (২য় পর্যায়ে) যোগ দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।