আবার পর্দা কাঁপাতে আসছেন শাকিব খান
‘দরদ’ নিয়ে শুরু হয়ে গেছে উত্তেজনা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছবি বলেই এই উত্তজেনার মাত্রা বেশি। কারণ তাকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবি বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। এই সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এর মধ্যে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ছবিটি। ছবিটি বোর্ড সদস্যদের কাছে প্রশংসিত হয়েছে- এমনটাই জানালেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খান। এদিকে মুক্তির অনুমতির পর প্রচারও শুরু হয়েছে। শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কয়েকটি লুকের একটি ছবি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে ...।
মুক্তির অনুমতি পাওয়ায় খুশি ছবিটির পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘প্রচার শুরু হয়েছে। ছবিটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে। সেভাবেই এগোচ্ছি আমরা।’ গতকাল বিকেলে ১৫ নভেম্বর মুক্তি তারিখ ঘোষণা দিয়ে এক মিনিট ১৫ সেকেন্ডের প্রমোশন টিজার প্রকাশ হয়েছে এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে। ‘দরদ’ নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ‘দরদ’ পাস করেছে। এটি প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’
সামাজিক মাধ্যমে পেপার কাটিং আকৃত একটি ছবি পোস্ট করেন অনন্য মামুন। পুরো পাতা মিলে শাকিবের তিনটি লুকে তিনটি ছবি। শিরোনামে লেখা ‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’। সাব-শিরোনামে লেখা, ‘আগামীকাল তাকে জনসম্মুখে আনা হবে।’ তার এ পোস্ট দেখে অনেকেই আন্দাজ করছেন, ‘দরদ’ ছবিতে শাকিবের নাম হবে ‘দুলু মিয়া’। এর আগে ‘দরদ’ সিনেমা মুক্তির বিষয়ে অনন্য মামুন বলেছিলেন, সিনেমাটি মুক্তি দেওয়ার কথা আমরা আনুষ্ঠানিকভাবে কখনোই বলিনি কিংবা তারিখও জানাইনি। এর আগে শুধু ফার্স্টলুক পোস্টার প্রকাশ সঙ্গে দুবাই থেকে প্রচারণাও শুরু হয়েছিল। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে দর্শকের জন্য। দরদ মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কাজী হায়াতের কথার সঙ্গে মিল পাওয়া গেল খিজির হায়াত খানের কথার। তিনি বললেন, ‘এটি পুরোপুরি বাণিজ্যিক ছবি। শাকিব খান বেশ ভালো অভিনয় করেছেন। অনন্য মামুন ও তার টিম যে পরিশ্রম করেছে, তা পর্দায় দৃশ্যমান। ছবিটা দ্রুত সিনেমা হলে আসুক। হলগুলো চাঙা হোক। আমার বিশ্বাস, চাঙা হবে।’
যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘দরদ’। প্যান ইন্ডিয়া ছবি হিসেবে বাংলাদেশ, ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। অনন্য মামুন বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে সবার প্রশংসা পেয়েছি। পরিচালক হিসেবে এটা নিঃসন্দেহে ভালো লাগার। আমরা কষ্ট করে ছবিটি বানিয়েছি। এখন যাদের জন্য বানানো হয়েছে, ছবিটি তাদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক।’ চলতি বছর পবিত্র ঈদুল আজহায় ‘দরদ’ ছবির টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে তৈরি ছবির সেই টিজার নজর কাড়ে। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের রসায়ন নিয়ে আলোচনা হয়। শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
এদিকে চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনার জন্য ২০২১ সালের শেষ দিকে এসে বাংলাদেশ সরকারের থেকে অনুদান পেয়েছিলেন শাকিব খান। কিন্তু এখন পর্যন্ত সিনেমার কাজ শুরু করেননি তিনি। এরই মধ্যে শাকিব খানের ওই সিনেমার পরিচালক হিসেবে থাকা হিমেল আশরাফ জানিয়েছেন, শাকিব খানের অনুদান পাওয়া ‘মায়া’ সিনেমাটি তিনি বানাবেন না। তবে প্রস্তুতি নিচ্ছেন নতুন দুটি সিনেমার। যার একটিতে থাকবেন শাকিব খান। নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার নয় মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা। সরকারি অনুদানের টাকায় ‘মায়া’ সিনেমাটি কি অন্য কোনো নির্মাতাকে দিয়ে করাবেন কি না? সে রকম কোনো তথ্য এখন পর্যন্ত শাকিবের পক্ষ থেকে জানানো হয়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘মায়া’ সিনেমার জন্য পরিচালক খুঁজছেন শাকিব খান। নতুন নির্মাতা পেলে শিগগিরই কাজ শেষ করবেন সিনেমার। এক্ষেত্রে আপাতত ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য শাকিবের পছন্দের পরিচালকদের তালিকায় রয়েছেন ‘দরদ’ নির্মাতা অনন্য মামুন ও ‘তুফান’ নির্মাতা রায়হান রাফী।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা