বিয়ে স্মরণীয় রাখতে হেলিকপ্টারে চড়ে এলেন বর

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ২০:১৭
শেয়ার :
বিয়ে স্মরণীয় রাখতে হেলিকপ্টারে চড়ে এলেন বর

বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে হেলিক্প্টারে চড়ে বিয়ে করতে এলেন মাওলানা বেলাল হোসেন। গতকাল সোমবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে চড়ে আসেন তিনি।

এ সময় বরের সঙ্গে হেলিকপ্টারে তার দুইজন আত্মীয় ছিলেন। অন্যান্য বরযাত্রীরা সড়ক পথে গাড়িতে আসেন।

 জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা মাওলানা বেলাল হোসেনের সঙ্গে ছাগলনাইয়া উপজেলার মটুযা গ্রামের মাওলানা মাগফেরাতুল্লাহর মেয়ে কুলসুমা আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বিকেল ৩টার দিকে হেলিকপ্টারে করে কনেকে নিয়ে নিজ বাড়িতে যান বেলাল হোসেন।

মাওলানা বেলাল হোসেন বলেন, ‘বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এসেছি।’